Ahmedabad Plane Crash | বিদেশী বিপাকে এয়ার ইন্ডিয়া, বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করতে চলেছে ব্রিটেনের ল ফার্ম!

ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম শীঘ্রই নাকি ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে ছিল ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান। সূত্রের খবর, ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম শীঘ্রই নাকি ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। কিস্টোন ল’ফার্মের এক অংশীদার জেমস হিলি প্র্যাট জানিয়েছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ব্রিটেনের নাগরিকদের পরিবারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি তাঁরা বোয়িং এর বিরুদ্ধেও লন্ডন হাই কোর্টে মামলা দায়েরের কথা ভাবছি।