Bristol Museum | ল্যুভরের পর এবার ব্রিস্টল! মিউজিয়াম থেকে উধাও ৬০০-র বেশি সামগ্রী, ৪ চোরের সন্ধানে পুলিশ
Friday, December 12 2025, 3:17 am
Key Highlightsব্রিস্টল মিউজ়িয়াম থেকে ৬০০ টিরও বেশি নিদর্শন চুরির ঘটনা ঘটেছে। চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণের কাছে তথ্যের জন্য আবেদন করেছে পুলিশ।
গত অক্টোবরে প্যারিসের ল্যুভর মিউজ়িয়ামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, যার এখনও কিনারা হয়নি। তাঁর মধ্যেই ব্রিস্টল মিউজ়িয়াম থেকে ৬০০ টিরও বেশি নিদর্শন চুরির ঘটনা ঘটেছে। চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণের কাছে তথ্যের জন্য আবেদন করেছে পুলিশ। ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে পদক, ব্যাজ এবং পিন। সেই সঙ্গেই চুরি হয়েছে নেকলেস, চুড়ি, আংটি, হাতির দাঁতের খোদাই করা জিনিসপত্র, রূপার জিনিসপত্র,ব্রোঞ্জের মূর্তির পাশাপাশি ভূ তাত্ত্বিক একাধিক নির্দশন।
- Related topics -
- আন্তর্জাতিক
- চুরি
- সংগ্রহশালা

