দেশ

Supreme Court | ‘পাবলিক প্লেসে স্তন্যপান অপরাধ নয়, একে 'কলঙ্কিত' করবেন না’ - সুপ্রিম কোর্ট

Supreme Court | ‘পাবলিক প্লেসে স্তন্যপান অপরাধ নয়, একে 'কলঙ্কিত' করবেন না’ - সুপ্রিম কোর্ট
Key Highlights

সর্বোচ্চ আদালত বলে, পাবলিক প্লেসে বা কর্মক্ষেত্রে সন্তানকে দুধ পান করানো অপরাধ হিসেবে দেখা উচিত নয়। একে ‘কলঙ্কিত’ করা উচিত নয়।

মেট্রো, ট্রেন, বাসে সদ্যোজাত সন্তান নিয়ে চলাফেরা করলেই একটি বিশেষ সমস্যার মুখোমুখি হতে হয় মহিলাদের। হঠাৎ যদি সন্তানের খিদে পেয়ে যায় তাহলে স্তন্যপান করাতে গেলে আড়াল খুঁজতে থাকে বেশিরভাগ মা বাবা। এবিষয়ে এদিন সুপ্রিম কোর্ট বললেন, পাবলিক প্লেসে বা কর্মক্ষেত্রে সন্তানকে স্তন্যপান করানো কোনো অপরাধ নয়। একে ‘কলঙ্কিত’ করবেন না। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রত্যেক সরকারি ভবনে শিশুদের স্তন্যপান করার জন্য আলাদা ঘর তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।