Narendra Modi | ব্রাজ়িলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Wednesday, July 9 2025, 4:09 am
highlightKey Highlights

দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য ব্রাজ়িলের সর্বোচ্চ সম্মান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।


ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ‘ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রসের গ্র্যান্ড কলার’ সম্মানে ভূষিত করা হলো তাঁকে। এটিই ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল প্রশাসন জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলিতে ভারত ব্রাজ়িল সহযোগিতা বৃদ্ধির জন্যে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File