Brain AI Chip | এবার কম্পিউটারও কাজ করবে মানুষের মস্তিষ্কের মতো, 'ব্রেন AI চিপ' আবিষ্কর করলেন বেঙ্গালুরুর বিজ্ঞানীরা
Tuesday, September 24 2024, 8:44 am
Key Highlights
বেঙ্গালুরুর বিজ্ঞানীরা মস্তিষ্কের মতো কাজ করে এমন একটি নতুন AI চিপ তৈরি করেছেন।
এবার কম্পিউটারও কাজ করবে 'ব্রেন' দিয়ে। সম্প্রতি বেঙ্গালুরুর আইআইএসসির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্রেন AI চিপ। যা কাজ করে মস্তিষ্কের মতোই। এই চিপটি ১৬,৫০০ উপায়ে ডেটা সংরক্ষণ ও প্রসেসও করতে পারে। এটি অনেকটা মানুষের মস্তিষ্কের মতো আশেপাশের পরিবেশ থেকে শিখতে পারে ও সেই অনুযায়ী কাজও করতে পারে। এই চিপ, ল্যাপটপ এবং স্মার্টফোনের মতো সাধারণ ডিভাইসগুলিতে চ্যাট জিপিটির মতো বড় ভাষা মডেল চালানো সহজ করে দিতে পারে। যার ফলে হার্ডওয়্যারের অভাব এবং বিদ্যুৎ খরচ কমানো যেতে পারে।