Air India pilot Death । মাংস খেলেই মারধর করছিলো বয়ফ্রেন্ড, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তরুণী পাইলট

Thursday, November 28 2024, 4:13 am
Air India pilot Death । মাংস খেলেই মারধর করছিলো বয়ফ্রেন্ড, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তরুণী পাইলট
highlightKey Highlights

২৫ বছর বয়সী এক মহিলা এয়ার ইন্ডিয়া পাইলট মুম্বইয়ে আত্মহত্যা করেছেন৷ রিপোর্ট অনুযায়ী, মহিলার বয়ফ্রেন্ড তাকে মাংস না খাওয়ার জন্য চাপ দিতেন৷ এর জন্য মারধর পর্যন্ত করা হয় তাকে৷


বয়ফ্রেন্ড মাংস না খাওয়ার জন্যে চাপ দিত, কথা না শুনলে জুটতো মারও। অবসাদে আত্মহত্যা করলেন ২৫ বছর বয়সী এক মহিলা এয়ার ইন্ডিয়া পাইলট। জানা গিয়েছে, তরুণীর নাম শ্রীষ্টি তুলি। দুই বছর আগে দিল্লিতে বাণিজ্যিক পাইলট কোর্স করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন তুলি ও পন্ডিত। এদিন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে ডেটা কেবলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরুণী। তুলির কাকার অভিযোগের ভিত্তিতে পন্ডিতকে ভারতীয় দণ্ডবিধি ১০৮ (আত্মহত্যায় সহায়তা) ধারায় গ্রেফতার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File