Jammu Kashmir | জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ আটকাতে সিল করা হবে সীমান্ত! আরও শক্তিশালী করা হচ্ছে ‘ভিলেজ ডিফেন্স গ্রুপ’কে
Thursday, August 1 2024, 2:08 pm
Key Highlights
পুলিশ কর্তার দাবি অনুযায়ী, বর্তমানে ৫০-৮০ জন জঙ্গি জম্মুর কাঠুয়া, রিয়াসি, ডোডা, উধমপুরের মতো জায়গায় ঘাঁটি গেড়েছে।
জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ আটকাতে আরও কড়া পদক্ষেপ। এক সাক্ষাৎকারে জম্মু ও কাশ্মীরের ডিজিপি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এবার ‘ভিলেজ ডিফেন্স গ্রুপ’কে আরও শক্তিশালী করা হচ্ছে। আগের তুলনায় আরও অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে তাঁদের। সেনা, পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে জঙ্গিরা গ্রামে ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা যায়। পুলিশ কর্তার দাবি অনুযায়ী, বর্তমানে ৫০-৮০ জন জঙ্গি জম্মুর কাঠুয়া, রিয়াসি, ডোডা, উধমপুরের মতো জায়গায় ঘাঁটি গেড়েছে।