Kolkata Book Fair | ২৫ কোটি টাকার বই বিক্রি! ভিড় হল কত? কেমন গেলো ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা?

Monday, February 10 2025, 9:28 am
Kolkata Book Fair | ২৫ কোটি টাকার বই বিক্রি! ভিড় হল কত? কেমন গেলো ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা?
highlightKey Highlights

আবার একটা বছরের অপেক্ষা। শেষ হলো ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।


আবার একটা বছরের অপেক্ষা। শেষ হলো ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কেমন হলো বছরের বুক ফেয়ার? বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের তরফে সবাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলছেন, ‘বাংলায় এত বড় মেলা কি আর কোথাও হয়? উপলক্ষ বই হলেও বিষয়টা কি শুধু বইয়েই আটকে থাকে?’ গিল্ড জানাচ্ছে, এ বার বইমেলার ১২ দিনে মোট ২৭ লক্ষ মানুষের সমাগম হয়েছে, বই বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার! তথ্য অনুযায়ী, গত বছর ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল, ভিড় হয়েছিল ২৭ লক্ষ মানুষেরই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট