Bangladesh Book Fair | বইমেলায় ধুন্ধুমার, তসলিমার বই রাখায় বাংলাদেশে ভেঙে দেওয়া হলো বইয়ের স্টল, গ্রেপ্তার প্রকাশক!

বইমেলায় তসলিমা নাসরিনের বই 'চুম্বন' রাখাকে কেন্দ্র করে গোটা সমস্যার সূত্রপাত। তসলিমার বইটি রাখায় 'সব্যসাচীর' স্টল গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশে অমর ২১শে বইমেলা আয়োজন করা হয়। যদিও পদ্মাপারে অশান্ত বাংলাদেশ, তবু এবছরও সেই বইমেলার আয়োজন করা হয়েছে। ১০ই ফেব্রুয়ারি এই মেলার একটি স্টলের ওপর হামলা করে বাংলাদেশের কট্টর ইসলামপন্থী কয়েকজন। স্টল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর, স্টলে লেখিকা তসলিমা নাসরিনের 'চুম্বন' বইটি রাখা থেকেই ঘটনার সূত্রপাত। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাংলাদেশ পুলিশ তবে হামলাকারীদের বদলে তারা আটক করে প্রকাশককে! ঘটনার তীব্র সমালোচনা করেছেন লেখিকা।