Birbhum | কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল! গোষ্ঠী দ্বন্দে বীরভূমে বোমাবাজি! পা উড়লো তৃণমূল কর্মীর!

মঙ্গলবার কাঁকরতলা থানা এলাকার জামালপুরে চলে এই বোমাবাজির ঘটনা। বোমাবাজিতে ইতিমধ্যে জখম হয়েছেন একজন।
বোমাবাজিতে উত্তপ্ত বীরভূম! সূত্রে খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরীর লোকজনের জেরেই মঙ্গলবার কাঁকরতলা থানা এলাকার জামালপুরে চলে এই বোমাবাজির ঘটনা। বোমাবাজিতে ইতিমধ্যে জখম হয়েছেন একজন। জানা গিয়েছে, বোমার আঘাতে পা উড়েছে এক তৃণমূল কর্মীর। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে যুযুধান হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠী। তারপরই শুরু হয় বোমাবাজি। এদিকে, তৃণমূল জেলা সভাপতি কাজল শেখের বক্তব্য, বীরভূমের অন্দরে কোনও গোষ্ঠী ভাগাভাগি চলছে না।