Kunal Kamra | কুণাল কামরাকে রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট! মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠাতেও নির্দেশ!
Tuesday, April 8 2025, 11:54 am

আদালত সাফ জানিয়ে দেয়,আগামী ১৬ এপ্রিল পর্যন্ত কুণালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন কমেডিয়ান কুণাল কামরা। এরপরই শিবসেনার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বই পুলিশ। সেই FIR খারিজের আবেদন জানিয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল। এরপরই রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দেয়,আগামী ১৬ এপ্রিল পর্যন্ত কুণালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠাতেও নির্দেশ দিয়েছে আদালত। কুণালকে সম্প্রতি অন্তর্বর্তী জামিন দেয় মাদ্রাজ হাইকোর্ট।