শহর কলকাতা

Swasthya Bhawan | স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! সল্টলেকে স্বাস্থ্যভবন IED বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি!

Swasthya Bhawan | স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! সল্টলেকে স্বাস্থ্যভবন IED বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি!
Key Highlights

এদিন সকালে ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে এই ইমেল পাঠানো হয়। তাতে লেখা হয়, ৪টি IED দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! কলকাতার সল্টলেকে স্বাস্থ্যভবন IED বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হয়েছে বলে খবর। এদিন সকালে ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে এই ইমেল পাঠানো হয়। তাতে লেখা হয়, ৪টি IED দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। এরপর তড়িঘড়ি স্বাস্থ্যভবনে পৌঁছান বিধাননগর পুলিশের আধিকারিকরা। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও এখনও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল।