IndiGo Bomb Threat | ইন্ডিগো-তে বোমা হুমকি! হাইঅ্যালার্ট জারি দিল্লি, মুম্বই, চেন্নাই সহ ৫ এয়ারপোর্টে

বুধবার উড়ান সংস্থার অফিসে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
দিল্লি বিস্ফোরণের পর থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স সংস্থার অফিসে ইমেল পাঠিয়ে বোমা হুমকি দিলো দুষ্কৃতীরা। কতৃপক্ষ সূত্রে খবর, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গুড়গাঁওয়ে সংস্থার সদর দপ্তরের অফিসিয়াল ইমেল আইডিতে হুমকি দিয়ে জানানো হয় শুধু উড়ান নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম আর হায়দরাবাদ এয়ারপোর্টেও বোমা রাখা হয়েছে। এরপরই পাঁচটি এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছে। তল্লাশি চলছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টেও।
