Air India | এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! মাঝ আকাশ থেকেই দেশে ফিরলো নিউইয়র্কগামী উড়ান!

Monday, March 10 2025, 8:48 am
highlightKey Highlights

মাঝ আকাশ থেকেই দেশে ফিরলো মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার এআই১১৯ উড়ান।


এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! মাঝ আকাশ থেকেই দেশে ফিরলো মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার এআই১১৯ উড়ান। সূত্রে খবর, ফোন করে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপরই প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে নিরাপদে অবতরণ করে মুম্বই বিমানবন্দরে। তড়িঘড়ি বিমানটিতে তল্লাশি চালায় নিরাপত্তা সংস্থাগুলি। কিন্তু পরে জানা যায়, হুমকির ফোনটি ভুয়ো ছিল। উল্লেখ্য, বিগত কয়েক মাসে বোমাতঙ্কের জেরে ভারতীয় উড়ান সংস্থাগুলির ক্ষতির পরিমাণ ৩ থেকে ২০ কোটি টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File