Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
Tuesday, December 3 2024, 12:25 pm
Key Highlights
উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি আসে।
তাজমহলে বোমাতঙ্ক! মঙ্গলবার হঠাৎই উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপরই তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয়। স্থাপত্য চত্বরে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়েও বোমা খোঁজা হয় তন্নতন্ন করে। যদিও পরে পুলিশের তরফে জানানো হয়, বিপজ্জনক কিছু মেলেনি। ভুয়ো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল পর্যটন দফতরে। উল্লেখ্য, প্রতি বছর প্রায় ৭০ লক্ষ পর্যটক ঘুরতে আসেন মমতাজ মহলের স্মৃতিসৌধ দেখতে। আগ্রা ফোর্টে বছরে আসেন প্রায় ৩০ লক্ষ পর্যটক।