Kolkata Museum | কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! ঘটনাস্থলে বোম স্কোয়াড এবং স্নিপার ডগ!

জাদুঘর কর্তৃপক্ষের অফিসিয়াল মেইল আইডিতে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেইল আসে।
কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! জাদুঘর কর্তৃপক্ষের অফিসিয়াল মেইল আইডিতে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেইল আসে। ভিতরে বোম রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাতপরিচয় আইডি থেকে পাঠানো সেই হুমকি মেইলে। সে সময়ে জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক। তড়িঘড়ি জাদুঘরে পৌঁছায় লালবাজার বোম স্কোয়াড এবং স্নিপার ডগ। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ৩০ মার্চ ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়াল ইমেল আইডিতে ওই মেল আসে। কিন্তু শনি ও রবিবার মিউজিয়াম বন্ধ থাকায় এই মেইল মঙ্গলবার কর্তৃপক্ষের নজরে আসে। তবে মেইলটি ভুয়ো বলেই অনুমান পুলিশের।
- Related topics -
- শহর কলকাতা
- বোমা উদ্ধার
- লালবাজার
- ই-মেল