বোমাতঙ্ক বিমানবন্দরে! লাল সতর্কতা জারি করা হয়েছে Dumdum Airport চত্বরে

Thursday, December 21 2023, 2:26 pm
বোমাতঙ্ক বিমানবন্দরে! লাল সতর্কতা জারি করা হয়েছে Dumdum Airport চত্বরে
highlightKey Highlights

রবিবার সকালে দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক! দমদম বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি SMS বার্তা পাঠিয়ে সতর্ক করে সেনাবাহিনীর যোগাযোগ রক্ষাকারী ইউনিট। দুবাই থেকে কলকাতা আসা একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে জানানো হয় ওই সতর্কবার্তায়। আগাম সাবধানতার করণে বিমানবন্দরে থাকা যাত্রীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট বিমানটি রানওয়েতে অবতরণ করার পরই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর, এই তল্লাশিতে সামিল হয়েছিলেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File