Kerala | জেলাশাসক অফিসে বোমাতঙ্ক, পুলিশি তল্লাশি করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত অন্তত ৭০
Wednesday, March 19 2025, 3:49 am

বিস্ফোরক আছে, হুমকি এসেছিল কেরালার তিরুবন্তপুরমের জেলাশাসক অফিসে। তল্লাশি চালাতে গিয়ে মৌমাছির আক্রমণে আহত হয়েছেন অন্তত ৭০ জন।
ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছিল বোমার হুমকি। বলা হয়েছিল বিস্ফোরণে উড়ে যাবে জেলাশাসকের কার্যালয়। তল্লাশি চালাতে গিয়ে বিপত্তি। মৌমাছি বাহিনীর কামড়ে আহত পুলিশ। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবন্তপুরমের জেলাশাসক অফিসে। জেলাশাসক জানান, এদিন 'বিস্ফোরক আছে' হুমকি পেয়েই নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছিল। তল্লাশি চালানোর সময়ে হঠাৎ একঝাঁক মৌমাছি আক্রমণ করে। মৌমাছির আক্রমণে পুলিশ, জেলাশাসক কার্যালয়ের কর্মী সহ আহত হয়েছেন অন্তত ৭০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Related topics -
- দেশ
- কেরল
- ম্যাজিস্ট্রেট আদালত
- আহত
- পুলিশ