উত্তর ২৪ পরগনার কামারহাটিতে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের ছেলের ফ্ল্যাট থেকে উদ্ধার ৫০টি বোমা
Sunday, June 27 2021, 12:13 pm
Key Highlightsউত্তর ২৪ পরগনার কামারহাটিতে বোমা উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বোমা উদ্ধারে এলে পুলিশদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, আনোয়ার বাগানের ওই ফ্ল্যাটটি তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের কামালউদ্দিন আনসারির ছেলে চন্দন আনসারির। তিনি বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। জানা যাচ্ছে লকডাউনের সময় মাস কয়েক ফ্ল্যাটে তালা দিয়ে দেশের বাড়ি গিয়েছিলেন সেই ব্যক্তি। শনিবার ফিরে তিনি ব্যর্থ হন তালা খুলতে এরপর তালা ভেঙে ভিতরে ঢুকে তিনি রান্নার গ্যাসের সিলিন্ডারের পাশে দেখতে পান ব্যাগভর্তি কৌটো বোমা।
-  Related topics - 
 - রাজ্য
 - উত্তর ২৪ পরগনা
 - কামারহাটি
 - বোমা উদ্ধার
 

 