মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে ছুটি পেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার
Friday, June 11 2021, 10:41 am
Key Highlights৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। সেখানে চিকিৎসক জলিল পারকর এবং নীতিন গোখলের তত্ত্বাবধানে এক বিশেষ টিম দ্বারা চিকিৎসাধীনে ছিলেন তিনি। গত বৃহস্পতিবারই ডিসচার্জ করার কথা ছিল কিন্তু অবশেষে শুক্রবার সকালে তাঁকে ছুটি দেওয়া হয়। অভিনেতার ডিসচার্জের পরই অভিনেতার টুইটার অ্যাকাউন্ট থেকে মুখপাত্র ফায়জুল ফারুকী একটি টুইটের মাধ্যমে জানায়, ‘আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনা, দোয়ায় দিলীপ সাহেব হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন। স্রষ্টার অসীম করুণা আর খার হিন্দুজা হাসপাতালের চিকিৎসক গোখলে, চিকিৎসক পারকর, চিকিৎসক অরুণ শাহ ও তাঁদের সমগ্র টিমের অক্লান্ত প্রয়াসে এটা সম্ভব হয়েছে।’
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অভিনেতা
- দিলীপ কুমার
- ডিসচার্জ
- হিন্দুজা হাসপাতাল

