Karnataka Rape | মিললো হাম্পিতে গণধর্ষিতা ইজরায়েলি তরুণীর সঙ্গীর দেহ, জলে ডুবে মৃত্যু বলে অনুমান
Saturday, March 8 2025, 3:19 pm
Key Highlightsতুঙ্গভদ্রা নদী থেকে উদ্ধার হলো নির্যাতিতা ইজ়রায়েলি তরুণীর সঙ্গী নিখোঁজ পর্যটকের দেহ।
গত বৃহস্পতিবার কর্নাটকের হাম্পিতে হোমস্টে লাগোয়া নদীর পাড়ে গণধর্ষিতা হন এক ইজ়রায়েলি তরুণী পর্যটক। গণধর্ষণ করা হয় হোমস্টের মালকিনকেও। তাঁদের সঙ্গে থাকা সঙ্গীদের মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে খবর। আজ তুঙ্গভদ্রা নদী থেকে উদ্ধার হলো তরুণীর সঙ্গী এক নিখোঁজ পর্যটকের দেহ। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। সূত্রের খবর, বিভাস নামে ওই পর্যটক ওডিশার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যেয় পেট্রোল চাওয়ার অছিলায় বাইকধারী কয়েকজন যুবক তাঁদের আক্রমণ করে।
- Related topics -
- দেশ
- গণধর্ষণ
- ধর্ষণ
- কর্ণাটক
- কর্ণাটক হাইকোর্ট
- পর্যটক
- পর্যটন কেন্দ্র
- ইজরায়েল
- নিখোঁজ মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ
- ওড়িশা

