Body Recover | কলকাতায় ফের খুন? বাগুইআটির অভিজাত আবাসন থেকে উদ্ধার তরুণীর দেহ!

Tuesday, April 1 2025, 12:28 pm
highlightKey Highlights

কলকাতার বাগুইআটির অভিজাত আবাসন থেকে উদ্ধার এক তরুণীর মৃত দেহ!


কলকাতার বাগুইআটির অভিজাত আবাসন থেকে উদ্ধার এক তরুণীর দেহ! তরুণীর গলায় ফাঁসের দাগ রয়েছে বলে খবর। মঙ্গলবার দুপুরে বাগুইআটির দেশবন্ধু নগরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম মণীষা রায়, তিনি পেশায় বার ডান্সার। জানা গিয়েছে, সোমবার রাতে মণীষার ফ্ল্যাটে এক তরুণের জন্মদিনের পার্টি চলছিল। পুলিশ সূত্রের খবর, শুধুমাত্র ২ জনেই ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধরা হয়েছে। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File