Ultadanga | উল্টোডাঙা ফুটব্রিজে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ! নেপথ্যে বেকারত্ব ও বিচ্ছেদের জন্য মানসিক অবসাদ?

উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুটব্রিজের লোহার কাঠামোয় এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।
বৃহস্পতিবার উল্টোডাঙা ফুটব্রিজেই উদ্ধার এক যুবকের দেহ! এদিন সকালে উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুটব্রিজের লোহার কাঠামোয় এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক। পুলিশ সূত্রে খবর, বয়স ৩৫ এর মৃত সঞ্জয় মিত্রর বাড়ি উল্টোডাঙায়। দীর্ঘদিন ধরে বেকার ওই যুবক। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। অন্যদিকে স্ত্রীর সঙ্গেও অশান্তি চলছিল, এমনকি এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায়। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক।
- Related topics -
- শহর কলকাতা
- আত্মহত্যা
- মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার
- কলকাতা পুলিশ