Pahalgam Attack | নদী থেকে উদ্ধার পহেলগাঁও হামলায় জঙ্গিদের সাহায্যকারী সন্দেহভাজন এক যুবকের দেহ!
Monday, May 5 2025, 7:22 am
Key Highlightsকুলগামের অহরবলের নদী থেকে উদ্ধার পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিদের সাহায্যকারী সন্দেহভাজন এক যুবক, ২৩ বছর বয়সি ইমতিয়াজ আহমেদ মাগরের দেহ।
কুলগামের অহরবলের নদী থেকে উদ্ধার পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিদের সাহায্যকারী সন্দেহভাজন এক যুবক, ২৩ বছর বয়সি ইমতিয়াজ আহমেদ মাগরের দেহ। ওই যুবকের পরিবার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। তবে পুলিশের দাবি, পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এর সপক্ষে এক ভিডিও প্রকাশ্যে এনেছে পুলিশ। প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের সাহায্যের অভিযোগে বহু সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যেই একজন ইমতিয়াজ। অভিযোগ ছিল, হামলাকারী জঙ্গিদের পহেলগাঁওয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সে।
-  Related topics - 
 - দেশ
 - ভারত
 - জম্মু-কাশ্মীর
 - কাশ্মীর
 - পহেলগাঁও জঙ্গি হামলা
 - পাক জঙ্গি
 - জঙ্গি
 - জঙ্গি হামলা
 - জঙ্গিগোষ্ঠী
 

 