Cooch Behar | বাবা-দাদাকে খুন করে পলাতক যুবক? বন্ধ বাড়ির আলমারি ও সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ
Monday, December 23 2024, 11:49 am

বাড়ির ঘরের ভিতর থাকা একটি শোকেস কাম আলমারির ভেতর থেকে কম্বল মোড়ানো অবস্থায় ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হাড়হিম করা ঘটনা কোচবিহারে। বন্ধ বাড়ি থেকে উদ্ধার দুটি দেহ! পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এক মাছ বিক্রেতা মাছ দিতে গিয়ে দেখেন বাড়ির দরজা বন্ধ।কিন্তু দরজার সামনেই রক্তের ছাপ দেখতে পাওয়ায় সন্দেহ হয়। এরপরই ওই বাড়ির ঘরের ভিতর থাকা একটি শোকেস কাম আলমারির ভেতর থেকে কম্বল মোড়ানো অবস্থায় ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বাড়ির পিছন দিকে থাকা সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার হয় প্রণবের পিসতুতো দাদা গোপাল রায়ের দেহ। প্রাথমিক অনুমান, ৩১ এর প্রণব তার বাবা ও পিসতুতোকে খুন করে পলাতক হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কোচবিহার
- ক্রাইম
- মৃতদেহ