SSC 2016 | SSC নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের!

এসএসসি নিয়োগ বাতিলের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ ও মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আপিল করেছেন, শিক্ষক সংকটের আশঙ্কায়।
সুপ্রিম এদেশে SSC এর ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় একসঙ্গে ২৫ হাজার ৫৭২ চাকরি চলে গিয়েছেন। আর এই রায়ের ফলে বাংলার একাধিক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে গিয়েছে। তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এবার আদালতের সেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। আজ সোমবারই আবেদন দাখিল করল পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এমনটাই আবেদন পর্যদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই এই আবেদন করেছে পর্ষদ।