Khaleda Zia | বাংলাদেশে নির্বাচন হলে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া! ঘোষণা বিএনপির

জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে পদ্মাপাড়ের বাংলাদেশে। নির্বাচনে বিএনপির হয়ে লড়তে পারেন খালেদা জিয়া। বুধবার ফেনীতে এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, “বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন। ভোটে লড়বেন।” তিনি আরও বলেন, “দেশে যদি এক দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে না।”