Los Angeles । রাস্তার ধারে পুড়ছে BMW-টেসলা-মার্সিডিজ়-বিলাসবহুল বাড়ি! দাবানলে গ্রাস করেছে প্রায় ৩০০০ একর জমি

Wednesday, January 8 2025, 10:52 am
highlightKey Highlights

লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল! আগুনে গ্রাস করেছে প্রায় ৩০০০ একর জমি।


লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল! আগুনে গ্রাস করেছে প্রায় ৩০০০ একর জমি। জ্বলে গিয়েছে বাড়িঘর, দোকানপাট। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় দাবানলের জেরে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি এমনই যে, শুধু প্রাণটুকু নিয়ে পালাতে পারছেন বাসিন্দারা। ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় মধ্যে BMW, টেসলা, মার্সিডিজ় বেঞ্জের মতো গাড়ি রেখে প্রাণ বাঁচাতে পালিয়েছেন বাসিন্দারা। তবে এই দাবানলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File