Blue Tigresses | এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেই FIFAর ক্রমতালিকায় সাত ধাপ উঠে এলো ভারতের ব্লু টাইগ্রেসরা
Thursday, August 7 2025, 3:42 pm

সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় সাত ধাপ উঠে এল ভারতীয় মহিলা ফুটবল দল।
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ভারতের ফুটবল টিমের র্যাঙ্ক ছিল ৭০। সদ্যই থাইল্যান্ডকে ২:১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল ব্লু টাইগ্রেস। আর এই জয়ের ফলেই সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় সাত ধাপ উঠে এসেছে ভারত কন্যারা। বর্তমানে নীল বাঘিনীদের র্যাঙ্ক ৬৩। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে তাঁরা। সেখানে গ্রুপ পর্বের ম্যাচে তাঁরা মুখোমুখি হবে জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেই। র্যাঙ্কিংয়ের উত্থানে খুশি ক্রীড়ামহল।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ফুটবলার
- মহিলা ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন