CEO Office | পুলিশের ব্যারিকেড আছড়ে BLOদের বিক্ষোভ! CEO দপ্তরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি!

CEO দপ্তরের সামনে BLO অধিকার রক্ষা কমিটির সদস্যদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি।
CEO দপ্তরের সামনে BLO অধিকার রক্ষা কমিটির সদস্যদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকাতে গেলে, তা আছড়ে ফেলার চেষ্টা করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, BLO দের একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। অথচ এখন একটার পরে একটা কাজ চাপানো হচ্ছে। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, ‘শিক্ষকরা পড়াবেন নাকি এই সব করবেন? অথচ CEO আমাদের সঙ্গে দেখা করবে না, আমাদের কথা শুনবে না।’ একই সঙ্গে তাঁদের অভিযোগ, ‘কমিশন দালালি করছে।’
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- বিক্ষোভ
