BLO | ৪ ডিসেম্বরের মধ্যেই BLOদের শেষ করতে হবে কাজ! অতিরিক্ত কাজের চাপ থাকলেও বাড়ানো যাবে না সময়সীমা!

Friday, November 21 2025, 1:40 pm
highlightKey Highlights

কলকাতা সহ রাজ্যের বহু এলাকা থেকে খবর আসছে বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে।


কলকাতা সহ রাজ্যের বহু এলাকা থেকে খবর আসছে বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে। আসছে কমিশনের নতুন নতুন নির্দেশ। আর এ সবই বিএলওদের শেষ করতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। এই আবহে বিএলওদের তরফে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, সময়সীমা বাড়ানো সম্ভব নয়। নির্বাচন কমিশন স্পষ্ট জানালো, ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে।বিএলওদের বাড়তি চাপ থাকলেও, আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File