BLO | এনুমারেশন ফর্ম বিলির চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএলও

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতী বিশ্বাস। ফর্ম বিলির সময় একেবারে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি।
জানা গিয়েছে, বুধবার সকালে কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস। আচমকা রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতী বিশ্বাস। তাঁর বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তপতীদেবীর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, SIR এর কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তপতীদেবী। মানসিক চাপের ফলে এই ঘটনা ঘটেছে, জানিয়েছেন প্রবীরবাবু।
- Related topics -
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- স্ট্রোক
