BLO Death | লাগাতার হুমকি? মুকুন্দপুরে আত্মঘাতী BLO! কাঠগড়ায় TMC কাউন্সিলর-ঘনিষ্ঠ

Thursday, January 15 2026, 2:48 pm
BLO Death | লাগাতার হুমকি? মুকুন্দপুরে আত্মঘাতী BLO! কাঠগড়ায় TMC কাউন্সিলর-ঘনিষ্ঠ
highlightKey Highlights

মৃতের স্ত্রী একজনের সঙ্গে কথোপকথনে জানিয়েছেন, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ রাজু দিনের পর দিন হুমকি দিচ্ছিল অশোক দাসকে।


SIR বিতর্কে উত্তাল বঙ্গ। একের পর এক BLOর মৃত্যুতে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যে। বৃহস্পতিবার ফের এক বিএলও’ র অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে বাড়ির বাথরুমের মধ্যে কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুরের অহল্যানগরে অশোক দাসের (৪৭) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রী একজনের সঙ্গে কথোপকথনে জানিয়েছেন, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তাঁর ঘনিষ্ঠ রাজু দিনের পর দিন হুমকি দিচ্ছিল অশোক দাসকে। সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে তাঁর স্বামী। ঘটনায় রাজনৈতিক সুর চড়তে শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File