মহাকুম্ভ

Blinkit Store in Mahakumbh | মহাকুম্ভ মেলায় অস্থায়ী স্টোর খুললো Blinkit, এক ক্লিকেই মিলবে পূজাসামগ্রী থেকে গ্রোসারি

Blinkit Store in Mahakumbh | মহাকুম্ভ মেলায় অস্থায়ী স্টোর খুললো Blinkit, এক ক্লিকেই মিলবে পূজাসামগ্রী থেকে গ্রোসারি
Key Highlights

অ্যাপে অর্ডার করলেই চটজলদি পৌঁছবে জিনিস, উদ্যোগে ব্লিনকিট। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অস্থায়ী স্টোর তৈরি করেছে ক্যুইক কমার্সের এই সংস্থা।

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর জমায়েতে গমগম করছে ত্রিবেণী সঙ্গম। কুম্ভমেলার প্রাঙ্গনেই এবার অস্থায়ী স্টোর খুললো ক্যুইক কমার্স সংস্থা ব্লিনকিট। ভক্তদের পুজোর কথা মাথায় রেখেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থার সিইও। স্টোরে থাকছে যাবতীয় পূজাসামগ্রী শুরু করে দুধ, দই, ফল,আনাজ। ভক্তদের আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, কম্বলও থাকছে। থাকছে ত্রিবেণী সঙ্গমের জলের বোতলও। অ্যাপে অর্ডার করলেই মেলার যে কোনও জায়গায় নিমেষে পৌঁছে যাবে জিনিসপত্র।