Blinkit । ১০ মিনিটে চাল ডাল থেকে ১০ মিনিটে অ্যাম্বুল্যান্স, নতুন বছরে নয়া নীতি ব্লিঙ্কইটের

Thursday, January 2 2025, 4:46 pm
highlightKey Highlights

এবার ১০ মিনিটের মধ্যে বাড়ি বাড়ি অ্যাম্বুল্যান্স পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু করল ব্লিঙ্কইট।


১০ মিনিটে বাড়ি বাড়ি চাল, ডাল, সবজি থেকে ইলেকট্রনিক গুডস পৌঁছে দেওয়ার দৌড়ে প্রথম সারিতে নাম ছিল ব্লিঙ্কইটের। এবার ১০ মিনিটের বাড়ি বাড়ি অ্যাম্বুল্যান্স পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলো তাঁরা। বৃহস্পতিবার, ২ জানুয়ারি ব্লিঙ্কইটের সিইও তথা সহপ্রতিষ্ঠাতা অলবিন্দর ধিন্দসা এই পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন। তাঁরা এই সার্ভিসের নাম দিয়েছেন ‘ব়্যাপিড রেসপন্স অ্যাম্বুল্যান্স সার্ভিস’। প্রথমে গুরুগ্রামে দেওয়া হবে পরিষেবা। ধীরে ধীরে দেশের বিভিন্ন শহরে বিস্তৃত হবে। এই পরিষেবা ননপ্রফিট রাখছে ব্লিঙ্কইট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File