Blind T20 World Cup | দৃষ্টিহীনদের T20-তে বাজিমাত ভারত কন্যাদের! অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দীপিকারা

দৃষ্টিহীনদের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছলেন বাসন্তী হাঁসদা, গঙ্গা কদমরা।
দৃষ্টিহীনদের T20 বিশ্বকাপে বাজিমাত করলো ভারতের মেয়েরা। শনিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারতীয় দল। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক টিসি দীপিকা। পরপর উইকেট খুঁইয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২০ ওভারে ১০৯ রানে। পাল্টা ব্যাট করতে নেমে ৩১ বলে ৪১ রান করেন গঙ্গা কদম। ৩৯ বলে ৪৫ রান করেন বাসন্তী হাঁসদা। ৫ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন কে করুণা। মাত্র ১১.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের মেয়েরা। শেষ চারে অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বাসন্তী।
