খেলাধুলা

Yudhajit Dey | রাষ্ট্রমঞ্চে উত্তরপাড়ার ছেলে, বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন দৃষ্টিহীন দাবাড়ু যুধাজিৎ

Yudhajit Dey | রাষ্ট্রমঞ্চে উত্তরপাড়ার ছেলে, বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন দৃষ্টিহীন দাবাড়ু যুধাজিৎ
Key Highlights

বিশ্ব প্রতিবন্ধী দিবসে (৩ ডিসেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার পেলেন যুধাজিৎ।

পৃথিবীর আলো দেখেননি কোনোদিন! মায়ের হাত ধরে দাবায় হাতেখড়ি। দৃষ্টিহীন হয়েও দৃষ্টিশক্তি সম্পন্ন দাবাড়ুদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন উত্তরপাড়ার যুবক যুধাজিৎ দে। তাঁর এই অবদানের জন্যে বিশ্ব প্রতিবন্ধী দিবসে (৩ ডিসেম্বর) তাঁকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পুরস্কার জিতে যুধাজিৎ বললেন, ‘জীবনে যদি সত্যি কিছু করার ইচ্ছে থাকে। তবে কোনও প্রতিবন্ধকতাই বড় বাধা হতে পারে না। নিজের জেদ আর বিশ্বাসের কাছে সব কিছুই তুচ্ছ।’ উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার জিতেছেন যুধাজিৎ।