Bhangar | ভাঙড়ে বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
Monday, October 7 2024, 6:11 am
Key Highlights
অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ১ নম্বর ব্লকের গনিরাইট এলাকায় বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণ করেন প্রতিবেশী যুবক।
ফের ধর্ষণের অভিযোগ। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ১ নম্বর ব্লকের গনিরাইট এলাকায় বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণ করেন প্রতিবেশী যুবক। এই প্রসঙ্গে কারও কাছে মুখ খুললে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ভয়ে দীর্ঘদিন এই বিষয়ে কাউকে জানাননি বলে দাবি বধূ। সম্প্রতি স্বামীকে সাহস করে এই ঘটনা প্রসঙ্গে জানান বধূ। তবে বাধা পেয়ে বধূর স্বামীর গলায় ছুরির কোপ বসানোর হুমকি দেন প্রতিবেশী ওই যুবক। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম
- খুন