Black Panther | সিঙ্গালিলা জাতীয় উদ্যোনের কাছে দেখা মিললো ব্ল্যাক প্যান্থারের!

Monday, June 16 2025, 1:19 pm
Black Panther | সিঙ্গালিলা জাতীয় উদ্যোনের কাছে দেখা মিললো ব্ল্যাক প্যান্থারের!
highlightKey Highlights

সোমবার সুখিয়াপোখরি মানেভঞ্জন সড়কে প্রবল বৃষ্টির মধ্যেই দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের।


বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তায় দিব্যি হেঁটে চলেছে ব্ল্যাক প্যান্থার! সোমবার সুখিয়াপোখরি মানেভঞ্জন সড়কে প্রবল বৃষ্টির মধ্যেই দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। সিঙ্গালিলা জাতীয় উদ্যোন এলাকায় পাহাড়ের একদিকের ঢাল বেয়ে রাস্তায় নামে প্যান্থারটি। এরপর বৃষ্টির মধ্যেই হেঁটে পাশের জঙ্গলে ঢোকে সে। বন দপ্তর সূত্রে খবর, ওই এলাকায় মেলানিস্টিক লেপার্ড বা কালো লেপার্ড দেখা যাওয়ার বিষয়টি নতুন নয়। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৪ এপ্রিল দার্জিলিঙের চিত্রে বাজারের কাছে রাস্তা পার হতে দেখা গিয়েছিল একটি ব্ল্যাক প্যান্থারকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File