রাজনৈতিক

গানের মাধ্যমে এবার অনির্বাণ-ঋদ্ধি-অনুপমদের চ্যালেঞ্জ, তোপ দাগলেন বাবুল-রুদ্রনীলরা

গানের মাধ্যমে এবার অনির্বাণ-ঋদ্ধি-অনুপমদের চ্যালেঞ্জ, তোপ দাগলেন বাবুল-রুদ্রনীলরা
Key Highlights

ভোট নিয়ে সরগরম গোটা বাংলা৷ তবে শুধুই ইভিএমের লড়াই নয়৷ নেটমাধ্যমের হাত ধরে কীভাবে সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায় নিজেদের মত, তা নিয়ে নানা প্ল্যান, নানা কায়দা৷ কয়েকদিন আগেই বাংলার বেশ কয়েকজন শিল্পী প্রকাশ করলন ‘নিজের মতে নিজেদের গান’৷ যা নিয়ে তুমুল শোরগোল শুরু ইন্টারনেট পাড়ায়৷ বিতর্কও উঠল নানা মহলে৷ 'তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরনো তোমার ভক্তিতে দাগ রক্তের তুমি কাউকেই ভালবাসো না।' সরাসরি ঝান্ডা না ধরলেও এই গানের নিশানায় যে কেন্দ্রের BJP সরকার, তা বুঝতে পারা যায় গানের প্রতিটি লাইনেই। স্পষ্ট ভাষায় বলতে গেলে মোদী-সরকারের বিরুদ্ধেই এবার গানের মাধ্যমে তোপ দাগলেন 'অন্য' পক্ষের এই টলি তারকারা।