CEO Office | CEO দফতরে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা, তাদের ঘিরে বিক্ষোভ BLOদের!
Monday, December 1 2025, 9:05 am
Key Highlightsবিএলও-দের দাবি, মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে বিজেপির অভিযোগ, ওই বিএলও-রা তৃণমূলপন্থী।
CEO দফতরের সামনে বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ BLOদের। বিএলও-দের দাবি, মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ৭দিন নয়, ২ মাস সময়সীমা বাড়াতে হবে। এই দাবিতে তাঁরা ডেপুটেশন দিতে যান। এদিকে তখনই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের জন্য পৌঁছন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। আর তাদের দেখে BLOরা বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে, শুরু হয় BLOদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এদিকে বিজেপির অভিযোগ, ওই বিএলও-রা তৃণমূলপন্থী।
- Related topics -
- শহর কলকাতা
- বিজেপি
- বিক্ষোভ

