Maharashtra Assembly Election | মহারাষ্ট্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি? বিজেপি একাই পেতে চলেছে ১২৫এর বেশি আসন
Saturday, November 23 2024, 9:21 am
Key Highlightsমহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল বলছে, মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল বলছে, মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপি একাই ১২৫এর বেশি আসন পেতে চলেছে। শিব সেনার শিণ্ডে শিবির ৫৬ এবং এনসিপির অজিত শিবির ৩৭ আসনে এগিয়ে। সব মিলিয়ে ২২০র বেশি আসনে এগিয়ে মহাজুটি। অন্যদিকে কংগ্রেস জোট কোনওক্রমে ৫০ পেরিয়েছে। বিরাট অঘটন না ঘটলে এই ফলাফলে আকাশপাতাল বদল আসার কোনও সম্ভাবনা নেই। আরও একবার হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল বিজেপি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- মহারাষ্ট্র

