বিটকয়েনের ৩ বছরের লোকসানে ইতি টেনে ২০,০০০ ডলার দাম ছাড়াল।
বিটকয়েন হল একটি ডিজিটাল কারেন্সি যা কোনও ব্যাঙ্ক বা সরকারের সঙ্গে যুক্ত নয়। নাম গোপন করে ইউজাররা এটি ব্যবহার করতে পারেন। ৩ বছর আগে ওয়াল স্ট্রিটে নথিবদ্ধ হওয়ার পর এই প্রথম লাভের মুখ দেখল। এই প্রথম বিটকয়েনের দাম ২০,০০০ ডলার ছাড়িয়ে গেল।কম্পিউটারের মাধ্যমে এর অধিকারী হওয়া যায়, আবার মার্কিন ডলার বা অন্যান্য কারেন্সির বিনিময়েও পাওয়া যেতে পারে। কিছু ব্যবসায় বিটকয়েনের ব্যবহার হয়, তবে অপরাধীরাও এই কয়েনের মাধ্যমে সহজেই অপরাধ করতে পারে।
- Related topics -
- অর্থনৈতিক
- বিটকয়েন
- ডিজিটাল কারেন্সি
- বাণিজ্য