দেশফের বার্ড ফ্লু হানা, আতঙ্ক ছড়াচ্ছে গোটা দেশজুড়ে, সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি রাজ্যের
মারণ করোনা ভাইরাসের প্রকোপ থেকে এখনও মুক্তি মেলেনি। এর মধ্যেই বার্ড ফ্লু ঘিরে আতঙ্ক বাড়ছে গোটা দেশে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা, পাশাপাশি রাজ্যগুলিও সংক্রমণ ঠেকানোর প্রস্তুতি শুরু করেছে। বার্ড ফ্লু-এর আরেক নাম এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। উল্লেখ্য, দেশ জুড়ে গোটা ১০ দিনে হাজার হাজার পাখির মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেই বার্ড ফ্লু-র প্রকোপ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যকে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণী কল্যাণ দফতর, দিল্লীতে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও।