Paris Olympic 2024 | প্যারিস অলিম্পিকে মেয়েদের ইভেন্টে খেললো 'বায়োলজিক্যাল পুরুষ'! ৪৬ সেকেন্ডেই ম্যাচ ছাড়েন প্রতিপক্ষ

Friday, August 2 2024, 7:00 am
highlightKey Highlights

বৃহস্পতিবার মহিলাদের বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটের প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির অ্যাঞ্জেলা কারিনির বিরুদ্ধে নামেন খেলিফ।


লিঙ্গ নিয়ে প্যারিস অলিম্পিকে বিতর্কিত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মহিলাদের বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটের প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির অ্যাঞ্জেলা কারিনির বিরুদ্ধে নামেন খেলিফ। কিন্তু ৪৬ সেকেন্ডেই ম্যাচ ছেড়ে দেন ইতালির বক্সার। তিনি প্রতিবাদ করেন মেয়েদের ইভেন্টে বায়োলজিক্যাল পুরুষকে খেলানো নিয়েও। এরপরই লিঙ্গ-বিতর্ক শুরু হয়। কারণ লিঙ্গ টেস্টে ব্যর্থ হয়ে গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে খেলিফ বহিষ্কৃত করা হয়। খেলিফের শরীরে XY ক্রোমোজ়োম থাকায় তাঁকে বাদ দেওয়া হয়। তবে আইওসি তাঁকে খেলার অনুমতি দেয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File