দেশে আরও সস্তায় মিলবে নয়া করোনার টিকা, সেপ্টেম্বরের শেষেই পাওয়া যাবে এই ভ্যাকসিন
Monday, July 26 2021, 1:42 pm
Key Highlightsকরোনার তৃতীয় ঢেউ আসন্ন ফলে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির খবর শোনাল হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই। শীঘ্রই দেশের হাতে আসতে চলেছে আরও এক করোনার নয়া ভ্যাকসিন কোর্বেভ্যাক্স। জানা যাচ্ছে, এই নয়া ভ্যাকসিনটি সেপ্টেম্বরের শেষেই দেশে আসতে পারে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে আপাতত এই ভ্যাকসিন আশানুরূপ ফল দেখিয়েছে। কোর্বেভ্যাক্স এর দাম ও তুলনামূলক কম অর্থাৎ এই ভ্যাকসিনের দুটো ডোজের দাম ৫০০ টাকা পড়তে পারে যা অনেকটাই সস্তা।
- Related topics -
- দেশ
- কোভিড ১৯
- করোনা ভ্যাকসিন
- কোর্বেভ্যাক্স
- বায়োলজিক্যাল

