শহর কলকাতা

Maa Flyover | এবার ২৪ ঘন্টাই মা ফ্লাইওভারে চলবে বাইক-স্কুটি! বছর শেষে বড় ঘোষণা নগরপাল ভার্মার

Maa Flyover | এবার ২৪ ঘন্টাই মা ফ্লাইওভারে চলবে  বাইক-স্কুটি! বছর শেষে বড় ঘোষণা নগরপাল ভার্মার
Key Highlights

এবার থেকে ২৪ ঘন্টায় শহর কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুল, মা ফ্লাইওভারে চলতে পারবে বাইক, স্কুটি।

এবার থেকে ২৪ ঘন্টায় শহর কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুল, মা ফ্লাইওভারে চলতে পারবে বাইক, স্কুটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টা বাইক, স্কুটি চলবে। তবে গাড়ির গতির দিকে কড়া নজর থাকবে। সীমা অতিক্রম করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দুর্ঘটনা রুখতে মা উড়ালপুলে বাইক, স্কুটি চলাচলের সময় বেঁধে দিয়েছিল কলকাতা পুলিশ। রেসিং রুখতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিষিদ্ধ করা হয় এই ফ্লাইওভারে। তবে বছর শেষে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল।