দেশ

দেশে প্রথম রাজস্থানের বিকানেরে ৪৫-ঊর্ধ্বদের জন্য শুরু হচ্ছে ‘দুয়ারে টিকা’

দেশে প্রথম রাজস্থানের বিকানেরে ৪৫-ঊর্ধ্বদের জন্য শুরু হচ্ছে ‘দুয়ারে টিকা’
Key Highlights

দেশের মধ্যে সর্বপ্রথম রাজস্থানের বিকানের শহরে বাড়ি বাড়ি গিয়ে কোভিড টিকাকরণ দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই ‘দুয়ারে টিকা’ কর্মসূচি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এই টিকা আপাতত কেবলমাত্র ৪৫-ঊর্ধ্বদেরই দেওয়া হবে। এই টিকাকরণের জন্য দু’টি অ্যাম্বুল্যান্স এবং তিনটি ভ্রাম্যমাণ দলকে তৈরি রাখা হয়েছে। জানা যাচ্ছে ন্যূনতম ১০ জনকে আবেদন করতেই হবে। কারণ একটি প্রতিষেধকের শিশিতে অন্তত ১০ জনের টিকাকরণ হয় তাই টিকা যাতে নষ্ট না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকাকরণের জন্য ১০ জনের নাম নথিভুক্ত হলেই স্বাস্থ্যকর্মীরা ওই ১০ জনের বাড়িতে টিকা নিয়ে হাজির হবেন।