Bihar SIR | নথিতে বড়োসড়ো গরমিল, বিহারে ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠাতে চলেছে নির্বাচন কমিশন

Friday, August 29 2025, 6:21 am
highlightKey Highlights

নথির গরমিল থাকায় খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে এমন ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠাতে চলেছে নির্বাচন কমিশন।


বিহারে SIRএর পর খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তবে যাঁদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তাঁরা এখনও ‘নিরাপদ’ নন। কমিশন সূত্রের খবর, যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন তাঁদের নথিতে গরমিল রয়েছে। কেউ কেউ কোনও বৈধ নথিই জমা করেননি। এই ধরনের আপাতত ৩ লক্ষ ভোটারদের নোটিস পাঠানো হচ্ছে। তবে সংখ্যাটা আরো অনেকটা বাড়তে পারে। সূত্রের খবর, আগামী সাতদিনের মধ্যে তাঁদের বৈধ নথি সহ ইআরওদের কাছে হাজিরা দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File