দেশ

Bihar Elections 2025 | রাত ফুরোলেই বিহারে ভোট গণনা, নীতিশ-তেজস্বীর ভাগ্য বইবে কোন খাতে?

Bihar Elections 2025 | রাত ফুরোলেই বিহারে ভোট গণনা, নীতিশ-তেজস্বীর ভাগ্য বইবে কোন খাতে?
Key Highlights

ভোট পরবর্তী সমীক্ষাগুলির বেশিরভাগই এনডিএ-এর ক্ষমতায় ফেরার পূর্বাভাস দিয়েছে।

আগামীকাল শুক্রবার বিহারে ভোট গণনা। বিগত কয়েক দশকের পরিসংখ্যান ছাপিয়ে এবার ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচনে ভোট পড়েছে ৬৭.১৩ শতাংশ। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি গণনা কেন্দ্রে গণনা চলবে। ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। ভোট পরবর্তী সমীক্ষাগুলি পূর্বাভাস দিয়েছে বিহারে ফিরছে এনডিএ সরকারই। যদিও বিরোধী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব এই তথ্য উড়িয়ে দিয়েছেন।